শনিবার, নভেম্বর ৩০, ২০২৪

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর বনভোজন ও মিলন মেলা “ফ্যামিলি-ডে”- ২০২৪

Must read

adminhttp://ctgnewsagency.com
I am a professional #photographer,# graphics & #web designere, living in Chittagong, Bangladesh . I am shooting weddings since 2000 and i've photographed almost 100+ brides . I have a team of pro photographers to complete multiple tasks at a same time I just love to click, never feel tired while clicking. This affection helped me to jump into professional field as a wedding & fashion photographer. I need to learn many more things in order to do something different in this vast world.

জাঁকজমকপূর্ণ ভাবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজ)এর নির্বাহী পরিষদের উদ্যোগে বার্ষিক বনভোজন “ফ্যামিলি-ডে”- ২০২৪ আয়োজন করা হয়।

৯ই মার্চ শনিবার অত্যান্ত আনন্দঘন পরিবেশে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম নগরীর ফয়ে’স লেক ও সী ওয়ার্ল্ডে এ দিনব্যাপী চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজ)এর বনভোজন ও পারিবারিক মিলন মেলা, আয়োজকদের বিরামহীন পরিশ্রমে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

দিনটি ছিল সত্যিই সুন্দর আলোকোজ্জল, পরিস্কার-পরিচ্ছন্ন সবুজে ঘেরা ফয়ে’স লেক। সকল পরিচিত পুরাতন ও নতুন মানুষদের উপস্থিতিতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিনটি সত্যিই মিলনমেলায় পরিণত হয়েছিল এবং সবাই উপভোগ করেছে। এ ছাড়াও আকর্ষণীয় ছিল রাফেল ড্র।প্রবেশ স্থলে অভ্যর্থনা, সকালের নাস্তা, শিশুদের বিভিন্ন রাইটে অংশ নেয়া এবং পরে সি ওয়ার্ল্ডে পানির বিভিন্ন রাইটসহ ডিজে রাইডে অংশ , রাফেল ড্র ও পুরষ্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনোয়াজ এর সভাপতিত্বে বক্তব্য দেন ওসমান গনি মনসুর, জাহেদুল করিম কচি, মোহাম্মদ মাহামুদ, মোহাম্মদ হোসাইন দিদার ।

সিএমইউজের  সাধারণ সম্পাদক সালেহ নোমান এর পরিচালনায় উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহাবুবুর রহমান, মজুমদার নাজিম, আবু সুফিয়ান সহ চমেসাস ও সিএমইউজের এর সকল সদস্য ও তাদের পরিবারগণ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article