বুধবার, এপ্রিল ২, ২০২৫

আইসোলেশন সেন্টারের জন্য প্রস্তুত যাত্রীবাহী লঞ্চ

Must read

[ad_1]

lonce

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে যাত্রীবাহী লঞ্চগুলোকে আইসোলেশন সেন্টার করার জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার সদরঘাটে লঞ্চ মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান।

প্রতিমন্ত্রী জানান, ইতিমধ্যেই লঞ্চ মালিকরা এ বিষয়ে সম্মতি দিয়েছেন। লঞ্চগুলোতে আইসোলেশন সেন্টার করা হলে এগুলো উপকূলীয় অঞ্চলে চিকিৎসা দেয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। লঞ্চের নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণে লঞ্চগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে আছে। মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে আলোচনা করে কীভাবে লঞ্চগুলোকে নিরাপদ জায়গায় আনা যায়- সে বিষয়ে সিদ্ধান্ত নেব।

তিনি বলেন, আমরা নৌযান শ্রমিকদের পাশে আছি। করোনা সংক্রান্ত সংকট থেকে উত্তরণ না হওয়া পর্যন্ত নৌযান শ্রমিকদের পাশে থেকে সহযোগিতা করবে সরকার।

পরে সদরঘাটে ঘাটশ্রমিকদের মাঝে ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেন নৌপ্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, অভ্যন্তরীণ নৌযান (যাত্রী পরিবহন) সংস্থার চেয়ারম্যান মাহবুবউদ্দিন আহমেদ প্রমুখ।


[ad_2]

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article