ঢাকা, ০১ এপ্রিল- করোনাভাইরাসের কারণে বিশ্ব জুড়ে নাজুক পরিস্থিতির প্রভাবে হুমকির মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত৷ এমন অবস্থায় পোশাক শিল্পের পাশে থাকার ঘোষণা দিয়েছে বিদেশি ক্রেতারা।
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, এইচ এন্ড এম, ইন্ডিটেক্স, পিবিএইচ, কিয়াবি, এম এন্ড এস, প্রাইমার্কের মতো বায়াররা ক্ষতি কাটাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
এছাড়াও বাংলাদেশের চিকিৎসকদের জন্য পিপিই বানাতে নিজেদের একদিনের বেতন দেয়ার ঘোষণা দিয়েছে টম এন্ড টেয়লর।
বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেছেন, এসব ক্রেতার বাইরে আরও বায়ার আমাদের অনুরোধে সাড়া দিচ্ছে। কিভাবে এই অংশীদারিত্ব হবে সেটি দ্রুততম সময়ে ঠিক করা হবে।