বুধবার, এপ্রিল ২, ২০২৫

করোনায় ৫১ কোটি রুপি অনুদান বিসিসিআইয়ের

Must read

নয়াদিল্লী, ২৮ মার্চ – করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়াল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দেশটির প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা ও ত্রাণ তহবিলে ৫১ কোটি রুপি অনুদানের ঘোষণা করেছে বিসিসিআই। শনিবার সংস্থাটি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।

কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে বিসিসিআই যথাসাধ্য কেন্দ্রীয় সরকারকে সাহায্য করবে বলে জানান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। বিসিসিআই সভাপতি ও সচিব আরও জানিয়েছেন প্রতিটি রাজ্যের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্তে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

এর আগে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি নিজে ৫০ লাখ রুপি অনুদান করেছেন করোনা মোকাবিলায়। এ ছাড়া একাধিক পদক্ষেপ নিয়েছেন তিনি।

সৌরভ ছাড়াও শচীন টেন্ডুলকার দিয়েছেন ৫০ লাখ রুপি। সুরেশ রায়না দিয়েছেন ৫২ লাখ রুপি। এ ছাড়া শিখর ধাওয়ান, রোহিত শর্মা, ইরফান পাঠান ও ইউসুফ পাঠানরাও তাদের সাধ্য মত সাহায্য করেছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article