বুধবার, এপ্রিল ২, ২০২৫

করোনা চিকিৎসায় নিয়োজিতদের জন্য স্বাস্থ্যবীমার ঘোষণা প্রধানমন্ত্রীর

Must read

[ad_1]

hasina
ফাইল ছবি

পুলিশ, সশস্ত্র বাহিনী, মাঠ প্রশাসন, ডাক্তারসহ যারা সেবা করছেন তাদের জন্য স্বাস্থ্যবীমার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ মর্যাদা অনুযায়ী এই স্বাস্থ্যবীমা হবে ৫ থেকে ১০ লাখ টাকার।

মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা জানান।

তিনি বলেছেন, ‘এটা সব জায়গা থেকে খবর পাচ্ছি। তাই কারো মধ্যে যদি এতটুকু করোনাভাইরাসের অসুস্থতা দেখা দেয় তিনি যথাস্থানে খবর দিবেন, তার চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের প্রচুর চিকিৎসা সামগ্রী রয়েছে।’

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গণভবন থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী চলমান কার্যক্রমে সমন্বয় করতে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের অন্য সকল বিভাগের জেলা সমূহের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও ভিডিও কনফারেন্স করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেন, ‘এপ্রিল মাসটা নিয়ে আমরা চিন্তায় আছি। তাই কারো মধ্যে একটু অসুস্থতা দেখা দিলে, আপনারা ডাক্তারের কাছে যান, চিকিৎসা নিন।’


[ad_2]

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article