
আজ সবার রঙে রঙ মিশাতে হবে ওগো অfমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয় এই শ্লোগানে চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে
বসন্ত উৎসব। নগরীর পাহাড়তলী রেলওয়ে জাদুঘর শেখ রাসেল পার্কে বোধন বসন্ত উৎসব আয়োজন করেছে। এতে ছিল বর্ণাঢ্য
শোভাযাত্রা, আবৃত্তি, কথামালা, সংগীত, নূত্য, ঢোলবাদন। কথামালায় উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার বিজয় বশাক, ড,গাজী
সালাউদ্দিন, ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। আবূওি পরিবেশন করেন হাসান জাহাঙ্গীর, সেলিম রেজা সাগর, এহতেশামুল হক, সুবর্ণা চৌধুরী। সংগীত পরিবেশনায় মোস্তফা কামাল, শ্রেয়সী রায়, কান্তা দে, সুতপা চৌধুরী মুমু, হিমু দাশ, মধুলিকা মন্ডলপ্রমুখ।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত বসন্ত উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুল
রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, জেলা শিল্পকলাএকাডেমির সাধারণ সম্পাদক নাট্যজন
সাইফুল আলম বাবু। প্রমা আবূত্তি সংসদ বসন্ত উৎসব আয়োজন করেছে সিঅারবি শিরীষ তলায়। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল,
সংগীত, আবূত্তি, ঢোলবাদন, নূত্য, আঞ্চলিক গান, নাটক, কথামালা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী
মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশেষ অতিথি ছিলেন সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, ভারতীয় সহকারী হাই
কমিশনার অনিন্দ্য ব্যানাজী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল
ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য, সিসিএল পরিচালক শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম দোকান মালিক সমিতির সহ সভাপতি
মোঃ সাহাব উদ্দিন।

ছাড়াও আগ্রাবাদ হোটেল, পুলিশ প্লাজা, ওয়েল পার্ক, রেডিশন ব্লু সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ঋতুরাজকে স্বাগত
জানিয়ে নানা আয়োজন করেন।বসন্ত উৎসব অনুষ্ঠানে সবাই একসাথে মিলিত হয়ে জানান দিয়েছে বাঙালি উৎসব প্রিয়। হলুদ পাঞ্জাবি, হলুদ শাড়ি মাথায় ও হাতে নানারঙের ফুল দিয়ে মনের মত সেজে গুজে তরুণ তরুণীরা ছুটে চলেছেন বিনোদন
কেন্দ্রগুলোতে। বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস একসাথে হওয়াতে এই দিনটিকে প্রিয়জনের সাথে সময় কাটাতে এক হয়েছেন উৎসব স্হানে তাইতো ফুলে ফুলে সৌরভ আর সৌন্দর্য ছড়িয়েছে সব খানে। ভালোলাগা আর ভালোবাসার সময়টুকু কাটলো আনন্দ আয়োজনে। করোনাকালীন কঠিন সময় পার করে মানুষ একটু খোলা আকাশের নিচে নিজেকে হারিয়েছেন প্রকৃতির কাছে বসন্ত উৎসবে।