রবিবার, মার্চ ৩০, ২০২৫

ডা. শাহাদাত হোসেনের পক্ষে ত্রাণ দিলেন এম নাজিম উদ্দিন

Must read

https://paathok.news/
.

কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন বলেছেন, করোনাভাইরাস মহামারী আকার ধারণ করার পর থেকে সবকিছু বন্ধ থাকায় অসহায়, দরিদ্র, শ্রমিক সমাজ এবং সমাজের সুবিধা বঞ্চিত মানুষ নিদারুণ কষ্টের মধ্যে আছে। এ অবস্থায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ সাধারণ জনগণের জন্য একটি আশীর্বাদ হয়ে দাঁডিয়েছে। এই মুহূর্তে সবাইকে ঘরে থেকে নিজেকে নিরাপদ রাখতে হবে।

তিনি আজ (৬ এপ্রিল) সোমবার, দুপুরে নগরীর প্রবর্তকস্থ ট্রিটমেন্ট হাসপাতালের সামনে ৪০ নং ওয়ার্ড ও ৩৭নং ওয়ার্ডে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কালে এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, নগর বিএনপির সদস্য কাউন্সিলর প্রার্থী রাশেদ চৌধুরী, বন্দর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ওসমান, নগর মহিলা দলের যুগ্ন সম্পাদিকা রেজিয়া বেগম বুলু, সাংগঠনিক সম্পাদিকা গোলজার বেগম, ৪০ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরি (মারুফ) প্রমুখ নেতৃবৃন্দ।

এর আগে বেলা ২ টার সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের অসহায়, দুস্থদের জন্য খাদ্য সামগ্রী দলীয় নেতাদের হাতে তুলে দেন নেতৃবৃন্দ।

এছাড়াও নগরীর বিভিন্ন ওয়ার্ডে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে মাক্স ও করোনা সচেতনার জন্য লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।– প্রেস বিজ্ঞপ্তি।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article