[ad_1]
মস্কো, ৫ এপ্রিল- একটি বাড়ির বাইরে উচ্চস্বরে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন লোক। বাড়ির মালিক নিষেধ করলে উভয় পক্ষের মধ্যে তর্ক বাধে। এসময় বাড়ির মালিক ক্ষিপ্ত হয়ে গুলি চালালে ঘটনাস্থলে নিহত হয় ৫ জন।
বিবিসি বলছে, শনিবার সন্ধ্যায় এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাশিয়ার মস্কো থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিয়াজান অঞ্চলের ইয়েলতামা গ্রামে।
করোনাভাইরাসের কারণে বর্তমানে ওই অঞ্চলে লকডাউন চলছে।
তদন্তকারী কর্মকর্তা বলছেন, লোকটি প্রথমে তার বারান্দা থেকে উচ্চস্বর আড্ডারত দলটিকে নিষেধ করেন। এতে দুপক্ষের মধ্যে তর্ক শুরু হয়। একপযায়ে বাড়ির মালিক ক্ষিপ্ত হয়ে শিকারী রাইফেল দিয়ে গুলি চালায়।এতে চারজন পুরুষ ও একজন মহিলা ঘটনস্থলেই মৃত্যুবরণ করেন।
অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার ও তার বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ।
সূত্র: চ্যানেল আই
আর/০৮:১৪/৬ এপ্রিল
[ad_2]