শনিবার, এপ্রিল ৫, ২০২৫

সরকারের উচিত, দেশের সব বৈধ মদের দোকান খোলা রাখা!

Must read

মুম্বাই, ২৮ মার্চ – করোনা ঠেকাতে দিন কয়েক আগেই দেশে জরুরি অবস্থা জারির পক্ষে সওয়াল করেন ঋষি কাপুর। এবার সরকারের কাছে লকডাউনের মধ্য়েও মদের দোকান খোলা রাখার সুপারিশ করলেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। ট্যুইটারে ঋষির পরামর্শ, প্রতিদিন সন্ধেবেলা অল্প সময়ের জন্য় হলেও মদের দোকান খোলা উচিত।

বিশ্বজুড়ে মহামারীর রূপ নিয়েছে করোনা। মৃত ও আক্রান্তের সংখ্য়া প্রতিমুহূর্তে বেড়ে চলেছে। দেশে লকডাউন। এই পরিস্থিতিতে হঠাৎ করে মদের দোকান কেন খোলা রাখতে চান ঋষি কাপুর? উত্তরটা নিজেই দিয়েছেন অভিনেতা।

তাঁর মতে, লকডাউনের মধ্যে পুলিশ, চিকিৎসক এবং সাধারণ মানুষকে কিছুটা চাপমুক্ত রাখতেই মদের দোকান খোলা উচিত। ট্যুইটারে ঋষি লিখেছেন, ‘আমায় ভুল বুঝবেন না। এই কদিন বাড়িতে বন্দি হয়ে অনেকেই অবসাদ, অনিশ্চয়তায় ভুগবেন। পুলিশ, চিকিৎসক, সাধারণ মানুষ, সবারই একটু মুক্তি প্রয়োজন। ব্ল্য়াকে তো মদ বিক্রি চলছেই।’

মদ বিক্রির ফলে সরকারের ঘরে যে বাড়তি রাজস্ব ঢুকবে, তা এই পরিস্থিতিতে কাজে লাগবে বলেও মত বলি অভিনেতার।

সোশ্য়াল মিডিয়ায় ঋষি কাপুরের মন্তব্য়কে অনেকেই সমর্থন করেছেন। নেটিজেনের একাংশ আবার লকডাউনের সময় মদের দোকান খোলার তীব্র বিরোধিতা করেছেন। সবমিলিয়ে ঋষির ট্য়ুইটের পর থেকে লকডাউন দেশে ফের চর্চায় মদের দোকান।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article