এসো বন্ধু প্রাণের টানে, এই শ্লোগানকে সামনে রেখে,১টি অরাজেনৈতিক,সামাজিক এবং বন্ধুত্বের প্লাটফর্ম ১৯৯৪ সালের এসএসসি ব্যাচ বিডি এর লোগো উম্মোচন ও মিলন মেলা অনুষ্টান কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়।
৫ই আগষ্ট শুক্রবার দুপুর থেকে সারাদিন ব্যাপি চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাস্থ আগ্রাবাদ বাদামতলী এলাকার জামানস হোটেলের চারতলায়,সারাদেশের প্রায় একশত (১০০ শত) স্কুলের ৯৪ গ্রুপের বিভিন্ন স্মৃতি চারণ, প্যানেল পরিচিতি,মধ্যাহ্ন ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে বন্ধুদের বন্ধনকে মজবুত করার লক্ষ্যে দেশের সর্বস্তরের বন্ধুদের নিয়ে ভবিষ্যতে ৯৪ সালের এসএসসি পাশ করা অসহায় বন্ধুদের সহয়তা করার পরিকল্পনা করা হয়।
অনুষ্ঠানে ব্যাচ ৯৪ বিডি এর এডমিন প্যানেল মেম্বার জাহেদুল হাসান,মোঃ আলাউদ্দিন,সাইফুল ইসলাম,মোঃ আলী হোসেন,ইয়াছিন সরকার,গোলাম কিবরিয়া,মোরশেদ হোসেন,আরিফ জামান,রাসেল হাজারী,হাবিবা হারুন,আনোয়ারা রিনু,সাঈফুদ্দিন শিবলী,সরওয়ার চৌধুরী,ফোরকান উদ্দিন,সালাউদ্দিন,রফিকুল আলম,এসএম সায়েম সহ শতাধিক স্কুলের ব্যাচ ৯৪ এর অনেক ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।