চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য্যমণ্ডিত নগরীর সিআরবি রক্ষায় চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধ এবং চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি থেকে প্রস্তাবিত হাসপাতাল প্রকল্পটি নগরীর অন্য কোথাও সরিয়ে নেয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ, চট্টগ্রাম।
চট্টগ্রাম নাগরিক সমাজেন চেয়ারম্যান বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন আবারও যেকোনভাবে সিআরবিকে রক্ষায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সিআরবি রক্ষায় চট্টগ্রামের মানুষ, তথা সারাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। যারা সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করতে সেখানে হাসপাতাল নির্মাণের পক্ষ নেবেন, তারা চট্টগ্রামের তথা দেশের শক্র হিসেবে গণ্য হবেন।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘বঙ্গবন্ধু মিলনায়তনে’ নাগরিক সমাজ, চট্টগ্রাম আয়োজিত সংবাদ সম্মেলনে সিআরবি থেকে সরিয়ে অন্যত্র হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের দাবি জানানো হয়েছে। এতে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সদস্য সচিব ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।
ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, ‘হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের স্থান হিসেবে সিআরবি এলাকাকে বাছাইয়ের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঠিক তথ্য দেওয়া হয়নি। অনেক কিছু গোপন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে সঠিক জানানো হলে, তিনি নিশ্চয় হাসপাতাল প্রকল্প রেলওয়ের অন্য কোনো জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেবেন।
এর আগে সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের দাবিতে প্রথমে প্রধানমন্ত্রী বরাবরে চিঠি এবং পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেয় নাগরিক সমাজ, চট্টগ্রাম।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইফেটিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়নের (ইকো) গবেষণায় পাওয়া তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়, সিআরবিতে ১৯৭টি উদ্ভিদ প্রজাতি পাওয়া গেছে। এর মধ্যে বড়গাছ ৭৪ প্রজাতির ও মাঝারিগাছ ৩৭ প্রজাতির, গুল্ম প্রজাতি ৬৭টি এবং লতা জাতীয় উদ্ভিদ ১৪ প্রজাতির, বিপন্নপ্রায় ৯টি প্রজাতির গাছও আছে।