
চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি’র ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং মাসিক আলোকচিত্র প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) রাত ৮টার দিকে নগরীর বখসিরহাটস্থ সংগঠনের কার্যালয়ে সিপিএস এর সভাপতি আলোকচিত্রী অনুজ কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক এস এম আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট চা গবেষক, লেখক, প্রাবন্ধিক, আলোকচিত্রপ্রেমী সাংগঠনিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক আমিনুর রশীদ কাদেরী। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক সভাপতি আলোকচিত্রী মউদুদুল আলম।
সভায় স্বাগত ভাষণ রাখেন প্রতিষ্ঠা বার্ষিকী ও সন্মাননা অনুষ্ঠান উপ কমিটির আহ্বায়ক আলোকচিত্রী বাসব শীল এবং সাধারণ সম্পাদকের বক্তব্য রাখেন আলোকচিত্রী হাবিবুর রহমান চৌধুরী মিঠু।সভায় সিপিএস প্রতিষ্ঠাপর থেকে আজ অবধি যে সকল কার্যক্রম হয়েছে এবং সংবর্ধিত অতিথির বিভিন্ন কার্যক্রমের উপর আলোকপাত করে বক্তব্য উপস্থাপন করেন সোসাইটির সাবেক সভাপতি আলোকচিত্রী দেবপ্রসাদ দাস দেবু, আলোকচিত্রী ম. শওকত উল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক খ্যাত আলোকচিত্রী শোয়েব ফারুকী, আলোকচিত্রী সামছুদ্দোহা সওগাত, আলোকচিত্রী ঈশা খান, আলোকচিত্র সাংবাদিক ও সিপ্লাসের ক্যামেরাপার্সন শেখ মুরশেদুল আলমসহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সংবর্ধিত নায়ক আলোকচিত্রী মউদুদুল আলমকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন সিপিএস’র সকল সদস্যদের পক্ষে সভাপতি অনুজ কুমার বড়ুয়া। এরপর সোসাইটি কর্তৃক আয়োজিত মাসিক আলোকচিত্র প্রতিযোগীতায় পুরস্কৃত ৩৬জন বিজয়ী আলোকচিত্রীকে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।এই আনন্দময় উৎসবে সিপিএস জন্মদিনের কেক কাটা হয় এবং নৈশভোজের আয়োজন করা হয়