শনিবার, এপ্রিল ৫, ২০২৫

নিজ গ্রাম করোনাভাইরাস মুক্ত করতে ৪০ যুবকের উদ্যোগ

Must read

চাঁদপুর, ৩০ মার্চ – করোনাভাইরাস প্রতিরোধ চাঁদপুরের কচুয়া উপজেলার সুবিদপুর গ্রামের বিভিন্নস্থানে জীবানুনাশক স্প্রে করেছে এলাকার যুবকরা।

গত ২৮ ও ২৯ মার্চ এ দুদিন তারা গ্রামের বিভিন্ন রাস্তা ও গলিতে স্প্রে করেছে। পাশাপাশি এলাকার মানুষকে সর্তক করার কাজ করছে। তাদের এ উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সম্প্রতি বিশ্বব্যাপী প্রাণঘাতি কোভিন-১৯ করোনাভাইরাস থেকে নিজের গ্রামের মানুষের কথা চিন্তা করে ওই এলাকার মারুফ আহসান ও শফিকুল ইসলাম সৈকতের নেতৃত্বে গ্রামের ৪০ জন যুবক একটি টিম গঠন করেছে।

এরপর তারা দলে দলে বিভক্ত হয়ে এলাকার বিভিন্নস্থানে জীবানুনাশক স্প্রে করছে। পাশাপাশি এলাকার সহজ-সরল মানুষকে করোনাভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখার নিয়ম শেখাচ্ছে।

তাদের এ উদ্যোগের বিষয়ে কথা হয় মারুফ আহসান ও শফিকুল ইসলাম সৈকতের সঙ্গে। তারা জানান, করোনাভাইরাস নিয়ে বর্তমানে পৃথিবীর সব দেশ আতঙ্কিত। সম্প্রতি আমাদের দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকার ছুটি ঘোষণা করেছে।

তারা জানান, একটু সচেতন থাকলে যেহেতু এ ভাইরাস থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। সেই চিন্তা থেকেই আমরা গ্রামের যুবকরা উদ্যোগ নিয়েছি এলাকায় জীবানুনাশক স্প্রে করে সাধারণ মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করার।

তারা আরও জানান, আমাদের এ উদ্যোগ সফল হয়েছে কিছু মানুষের সহযোগিতায়। তাদের মধ্যে একজন আমাদের গ্রামের শরিফুল ইসলাম মিঠু কাকা। উনার ঢাকার চকবাজারে কেমিকেলের ব্যবসা আছে। উনার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার পর তিনি আমাদের স্প্রে কেনাসহ সার্বিক বিষয়ে আর্থিকভাবে সহযোগিতা করেছেন।

এছাড়াও সহযোগিতা করেছেন কচুয়া শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর, সুবিদপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড মাদরাসার সভাপতি মো. আবুল হোসেন, মনোহরপুর প্রাইমারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক আলহাজ মজিবুল হকসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article