[ad_1]


চট্টগ্রামের পটিয়ায় করোনাভাউরাসে আশরাফুল আলম নামে আক্রান্ত ৬ বছর বয়সী শিশুটি মারা গেছে।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম জেনারল হাসপাতালেতার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
মৃত প্রতিবন্ধি আশরাফুল অলম (৬) পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড ওসমান পাড়া প্রবাসী খলিলুর রহমান প্রকাল সজলের ছেলে।
তিনি বলেন, গতকাল রাত ২টা ১০ মিনিটে তাকে পটিয়া থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আনা হয়। রাত আড়াইটায় তার মৃত্যু হয়েছে। এখন নিয়ম অনুযায়ী দাফনের ব্যবস্থা চলছে বলেন বলে জানান তিনি।
জানাগেছে, আশরাফুল আলমের বাবা সজল গত ২ মাস আগে মধ্যপ্রাচ্যের ওমান থেকে দেশে ফেরেন। এর মধ্যে ছেলের অসুখ দেখা দিলে গত শনিবার দুপুর বারোটার সময় পটিয়া হাসপাতালে নিয়ে যান জরুরী বিভাগে। সেখানে করোনা অনুমান করে রোগীর থেকে স্যাম্পল কালেকশান করেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতকানিয়ার এক বৃদ্ধের মৃত্যু হয়।
এনিয়ে চট্টগ্রামে মহামারী এ রোগে মৃত্যু সংখ্যা দাড়ালো ২ জনে।
[ad_2]