নারায়ণগঞ্জ, ১৭ মার্চ – নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিয়ের জন্য পাত্রী দেখতে এসে করোনা রোগী সন্দেহে জগন্নাথ (৩৫) নামের সিঙ্গাপুর প্রবাসীকে আটক নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে এলাকাবাসী ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাকে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।
এলাকাবাসী জানান, কুমিল্লার দাউদকান্দি উপজেলার হরিদাসের ছেলে এক মাস আগে সিঙ্গাপুর থেকে দেশে আসেন। সম্প্রতি তিনি সোনারগাঁ উপজেলার ভৈরবদি গ্রামে তার আত্মীয় হরি কিশোরের বাড়ি বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে তিনি তার স্বজনদের নিয়ে ওই গ্রামে তার বিয়ের জন্য পাত্রী দেখতে যান। এসময় ভৈরবদি গ্রামের লোকজন সিঙ্গাপুরফেরত শুনে ওই যুবককে করোনা রোগী সন্দেহে আটকে রাখে। পরে সোনারগাঁ থানা খবর পেয়ে ওই যুবককে তাদের হেফাজতে রাজধানীর মহাখালীতে পাঠায়।
সোনারগাঁ থানা পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, এক যুবক সোনারগাঁয়ে বেড়াতে এলে এলাকাবাসী করোনা রোগী সন্দেহে বাড়ি ঘিরে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ওই যুবককে ঢাকায় পরীক্ষার জন্য নিয়ে যায়।