শনিবার, এপ্রিল ৫, ২০২৫

পেকুয়ায় লকডাউনের নামে রাস্তা বন্ধ করে দিয়ে গ্রামে ভীতরে আড্ডা!

Must read

[ad_1]





https://paathok.news/
পেকুয়ার সবুজপাড়া গ্রাম।

লগডাউনের নামে গ্রামের রাস্তা বন্ধ করে দিয়ে বহিরাগত মানুষের যাতায়াত বন্ধ করে দিয়ে গ্রামের ভীতরে দোকানপাঠ খোলা ও আড্ডা দেয়ার অভিযোগ উঠে কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন গ্রামে।

গত বৃহস্প্রতিবার শিলখালি ইউনিয়নের সবুজপাড়া গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন- এলাকার কিছু যুবক করোনাভাইরাসের দোহায় দিয়ে লকডাউন করার নামে গাছ ও বাশঁ গেঁড়ে গ্রামের রাস্তার মাথায় অবরোধ করে ফেলেছে। ফলে জরুরী প্রয়োজনেও কেউ গ্রামে প্রবেশ করতে পারছে না।

https://paathok.news/
.

ছবিতে দেখা যাচ্ছে গাছ বাঁশ গেঁড়ে ব্যারিকেড দেয়া এসব যুবকরা নিজেরা ভাইরাসমুক্ত থাকার জন্য কোন ধরণের মাস্ক কিংবা হ্যাণ্ড গ্লাবস পরিধান করেনি।
গ্রামের বাইরের রাস্তায় অবরোধ করে তারা ভীতরে দল বেঁধে আড্ডা ও চায়ের দোকানসহ অন্যন্য দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব অমান্য করছে।

এ ব্যাপারে জানতে শিলখালি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হোসাইনের মোবাইল নম্বরে ফোন (০১৭১৭০২৮১৩৫) করে তাকে পাওয়া যায়নি।

পরে এলাকার মেম্বার আাবু তাহেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ব্যারিকেড দেয়ার সময় আমি খবর পেয়ে সেখানে যাই। তাদের নিষেধ করেছিলাম। কিন্তু তারা আমার কথা অমান্য করে গ্রামের রাস্তা বন্ধ করে দিয়েছে। আমি আজ এব্যাপারে চেয়ারম্যানের সাথে কথা বলে রাস্তা খুলে দেয়ার ব্যবস্থা করবো।






[ad_2]

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article