শনিবার, এপ্রিল ৫, ২০২৫

মেয়ের সঙ্গে ক্রিকেটে মেতেছেন গৃহবন্দি রোহিত (ভিডিও)

Must read

মুম্বাই, ২৪ মার্চ- করোনাভাইরাসের কারণে সমস্ত ধরনের ক্রিকেট বন্ধ রয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রয়েছে আইপিএল। যা কবে শুরু হবে, বা আদৌ হবে কি না, তা নিশ্চিত নয়। এসব কারণেই ভারতীয় ক্রিকেটাররা এখন বিশ্রামে। করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেটাররাও থাকছেন ঘরেই। সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। মাঝে মাঝেই নিজেদের সময় কাটানোর ভিডিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।

সেই ক্রিকেটারদের মাঝে অন্যতম ভারতের হার্ডহিটিং ওপেনার রোহিত শর্মা। এক বছরের মেয়ে সামাইরার সঙ্গে ঘরের মধ্যে ক্রিকেট খেলার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। যাতে দেখা যাচ্ছে, হিটম্যান ব্যাট দিয়ে ফুটবল মারতে মেয়েকে সাহায্য করছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও যথারীতি হয়ে উঠেছে ভাইরাল। ইনস্টাগ্রামে ১২ লক্ষেরও বেশি বার যা দেখা হয়েছে।

এর আগে করোনাভাইরাস নিয়ে টুইটারে সবাইকে সতর্ক করে দিয়েছিলেন রোহিত। সবাইকে একজোট হয়ে লড়াইয়ে নামার বার্তা দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘পুরো বিশ্ব যে ভাবে স্তব্ধ হয়ে গিয়েছে, তা দেখতে খুব খারাপ লাগছে। একমাত্র সবাই একজোট হয়েই স্বাভাবিক জীবনে ফিরতে পারি।’ উল্লেখ্য, বাংলাদেশের সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো তারকারাও স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে আছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article