বুধবার, এপ্রিল ২, ২০২৫

লকডাউন না মানায় এ কেমন শাস্তি! -Deshebideshe

Must read

[ad_1]

লকডাউনের নিয়ম অমান্য করায় ভারতের উত্তরাখণ্ডে শাস্তিস্বরূপ ৫শ বার ‘সরি’ লিখলেন পর্যটকরা। অভিনব এ শাস্তির মাধ্যমে মুক্তি পেয়েছেন ১০ জন বিদেশি পর্যটক। অতিথি বলে কোনো ছাড় দেয়নি স্থানীয় প্রশাসন।

জানা যায়, লকডাউনের নিয়ম ভেঙে উত্তরাখণ্ডের তপোবন এলাকায় গঙ্গার তীরে গিয়েছিলেন ১০ জন বিদেশি পর্যটক। গঙ্গার তীর ধরে হাঁটছিলেন তারা। এসময় তাদের পথ আগলে দাঁড়ান কয়েকজন পুলিশ।

পুলিশ সদস্যরা প্রথমে তাদের লকডাউনের গুরুত্ব ও নিয়মাবলী বোঝান। তারপর নিয়ম ভাঙার কারণে শাস্তি দেন। গঙ্গার ধারে বসেই কাগজে অন্তত ৫শ বার লিখতে হয়, ‘আমরা লকডাউনের নিয়ম মানিনি। সে জন্য খুবই দুঃখিত।’

স্থানীয় থানার এক কর্মকর্তা বলেন, ‘পর্যটকরা অনেক দিন ধরেই হৃষিকেশে আছেন। লকডাউন শুরু হওয়ায় দেশে ফিরতে পারেননি। কিন্তু যেখানে-সেখানে ঘুরে বেড়ানো তো ঠিক নয়। সে গুরুত্ব বোঝাতেই তাদের ৫শ বার ‘সরি’ লিখতে বলা হয়।’

তিনি বলেন, ‘এখানকার লোকজন ভালোভাবেই লকডাউনের নিয়ম মেনে চলছেন। হৃষিকেশ বরাবরই বিদেশি পর্যটকদের আকর্ষণের জায়গা। এ সময়েও নানা দেশের অনেক পর্যটক এখানে আসেন।’

কর্মকর্তা আরও বলেন, ‘হৃষিকেশের সব হোটেলকেই বলে দেওয়া হয়েছে, পর্যটকদের লকডাউনের নিয়ম ভালোভাবে বুঝিয়ে দিতে। এর ব্যতিক্রম হলে হোটেলের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আর/০৮:১৪/১৫ এপ্রিল



[ad_2]

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article