সোমবার, মার্চ ৩১, ২০২৫

৫০ হাজার পরিবারের খাবার ব্যবস্থা করবেন খোকন

Must read

[ad_1]

syed khokon
ফাইল ছবি

নিম্নআয়ের হতদরিদ্র ৫০ হাজার পরিবারের এক মাসের খাবারের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

শুক্রবার বিকালে রাজধানীর গুলিস্তান এলাকায় চলমান জীবাণুনাশক ছিটানো কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এই ঘোষণা দেন।

মেয়র জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে নিম্ন আয়ের অসহায় দরিদ্র ও পথবাসী ৫০ হাজার পরিবারের জন্য এক মাসের খাবারের ব্যবস্থা করা হবে। আগামীকাল থেকে এই খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হবে।

নগরবাসীকে বিনা কারণে ঘর থেকে বের হতে এবং সমাজের বিত্তবানদের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘অনেক আগ থেকে আমাদের দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু করা হয়েছে । আজ সেই কাজই আমরা পরিদর্শন করতে এখানে এসেছি। আমি আমার সম্মানিত নগরবাসীদের আহ্বান জানাব তারা যেন বাড়ি থেকে বের না হন। পাশাপাশি দেশের বিত্তবান সবাইকে আহ্বান জানাব তারা যেন এই দুর্দিনে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান।’

নাগরিকদের কেউ খাবার সংকটে থাকলে ডিএনসিসিতে জানানো হলে তাদের বাসায় খাবার পৌঁছে দেয়া হবে বলে জানান মেয়র সাঈদ খোকন। বলেন, ‘কোনো নাগরিক যদি বাসায় থেকে আমাদের হটলাইনে ফোন করে তিনি খাবার সংকটে রয়েছেন বলে আমাদেরকে জানান আমরা তার বাসায় খাবার পৌঁছে দেব। এজন্য আমাদের নির্বাচিত কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন।’

নগরবাসীর পাশে থাকার আশ্বাস দিয়ে খোকন বলেন, ‘আমার মেয়াদ থাকুক আর নাই থাকুক আমি সব সময় নগরবাসীর পাশে আছি এবং থাকব। আপনারা আমাকে সব সময় পাশে পাবেন।’

গত ১ মার্চ থেকে এক হাজার ২৪০ জন বিদেশ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এসেছেন। এদের মধ্যে ৫৯২ জনের অবস্থা শনাক্ত করেছে ডিএসসিসি। যাদের সকলেই বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এবিষয়ে মেয়র বলেন, ‘হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য আমাদের সাতজন ম্যাজিস্ট্রেটসহ গঠিত কমিটির সবাই কাজ করছে। প্রতিদিন আমরা এর তথ্য সংগ্রহ করছি।’

এসময় উপস্থিত শতাধিক রিকশাচালক ও খেটে খাওয়া নিম্নআয়ের মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন দক্ষিণের মেয়র।

এর আগে দুপুরে মেয়র সাঈদ খোকনের পক্ষ থেকে আজিমপুর, ধানমন্ডি, কাঁঠালবাগান, বায়তুল মোকাররম এসব এলাকার ফুটপাতে বসবাসকারী দুই শতাধিক ছিন্নমূল অসহায় পথবাসীদের হাতে নগদ অর্থ তুলে দেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক।


[ad_2]

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article