বুধবার, এপ্রিল ২, ২০২৫

অভয়নগরে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে র‌্যালী ও আলেচনাসভা অনুষ্ঠিত

Must read

ovainagor newsযশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে র‌্যালী ও আলেচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুস্পার্ঘ অর্পণ শেষে এক বর্ণাঢ্য র‌্যালী নওয়াপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি ভুমি কমিশনার কে এম রফিকুল ইসলাম, নওয়াপাড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যাক্ষ রবিউল হাচান, মুক্তিযোদ্ধ অধীর কুমার পাড়ে, নওয়াপাড়া শংকরাপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শুদ্ধভাবে উপস্থাপন করার প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলেদেন। এসময় উপজেলার মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, শিক্ষক সহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article