যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, আপনারা ভালো থাকার জন্য নৌকায় ভোট দেবেন। আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার। স্বাধীনতা যুদ্ধের পর একমাত্র আওয়ামী লীগ সরকারই দেশের উন্নয়ন করেছে। যার ফলে আজ দেশের জনগনের ভাগ্যের উন্নয়ন ঘটেছে।
কেশবপুর আসনের উপনির্বাচন উপলক্ষে বুধবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহীন চাকলাদার বলেন, বাংলাদেশ প্রমান করেছে ঝড়, বন্যা, খরা, দারিদ্রতাসহ নানা প্রতিকুলতার সাথে লড়াই করে বাংলাদেশ আজ উন্নত অবস্থানে এসেছে।
কেশবপুরবাসীর উদ্দেশ্যে আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী বলেন, শুধু ভোট করে এমপি হতে কেশবপুরে আসিনি। দলকে সুসংগঠিত করে নেত্রীকে প্রমাণ করে দিতে চাই, কেশবপুর তথা যশোর জেলার সর্বত্র আওয়ামী লীগ ঐক্যবদ্ধ।
শহরের পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পলাশ মল্লিকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান নিলু, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, দফতর সম্পাদক মফিজুর রহমান মফিজ, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, কেশবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান খান মুকুল, জাকির হোসেন মুন্না, কাজী মনিরুজ্জামান মুন্না,পৌর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ।
ওইদিন সকালে উপনির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী শাহীন চাকলাদার শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে কেশবপুররের মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক শিক্ষক কল্যান সমিতির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। ওইদিন রাতে শহরের পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।