[ad_1]
আপডেট : ০৪-১১-২০২০
আক্কেলপুরে ২৫ মেট্টিক টন চালসহ আওয়ামী লীগ নেতা আটক
মওদুদ আহমেদ

জয়পুরহাট, ১১ এপ্রিল- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের অধিনে বরাদ্দের ২৫.৪৪ মেট্রিক টন অবৈধ ভিজিএফ ও ভিজিডির চালসহ গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আল ইসরাইল জুবেলকে আটক করেছে র্যাব। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যার আগে তাকে আটক করা হয়। গোপীনাথপুর পুর্ব বাজার এলাকার মৃত নজির উদ্দীন মন্ডলের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারের আওয়ামীলীগ নেতা জুবেলের নিজ গোডাউনে অবৈধ ভিজিএফ ও ভিজিডির চালসহ মজুদ আছে এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। এ সময় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে এসব ভিজিএফ ও ভিজিডির চালসহ তাকে আটক করে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও র্যাবের এই কর্মকর্তা জানান।
সূত্র : বিডি২৪লাইভ
এম এন / ১১ এপ্রিল
Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
[ad_2]