বুধবার, এপ্রিল ২, ২০২৫

আক্রান্তের ১৩ ফুট দূরেও ছড়িয়ে থাকে করোনাভাইরাস! -Deshebideshe

Must read

[ad_1]

করোনাভাইরাসে প্রতিমুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এরই মধ্যে গোটা বিশ্বে এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়েছে।

এ মহামারীর কারণে বিশ্ববাসী আজ ঘরবন্দি। চারদিক শুনশান নীরবতা, জনশূন্য। যেন পৃথিবী আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

এরমধ্যেই শুক্রবার চীনা গবেষকরা ভয়ানক একটি তথ্য প্রকাশ করেছেন। করোনা আক্রান্ত রোগীর থেকে ১৩ ফুট দূরেও করোনাভাইরাস বেঁচে থাকে বলে তাদের গবেষণায় ওঠে এসেছে। খবর ডেইলি মেইল ও নিউজ এইটিনের।

উহানের হৌশেনশান হাসপাতালের কোভিড-১৯ আক্রান্তদের আইসিইউ ও জেনারেল ওয়ার্ডের বাতাস ও মেঝের থেকে নমুনা সংগ্রহ করে এই তথ্য পেয়েছেন গবেষকরা। তারা দেখেছেন, হাসপাতালের মেঝেতেই সবচেয়ে বেশি ভাইরাস পড়ে রয়েছে। মধ্যাকর্ষণ শক্তি ও বাতাসের গতির কারণে এটি ঘটেছে বলে তারা মনে করছেন।

এ ছাড়াও কম্পিউটারের মাউস, ময়লা ফেলার জায়গা, বিছানা ও দরজার হাতলেও অত্যাধিক ভাইরাস পাওয়া গেছে। বাতাস পরীক্ষা করেও দেখা গেছে, ভাইরাসের আকার এতই ক্ষুদ্র যে এটি বাতাসে কয়েকঘণ্টা ভেসে থাকতে পারছে। আর বাতাসে ভেসে বেড়ানোর ক্ষেত্রে আক্রান্তের থেকে ১৩ ফুট দূরত্বের মধ্যেই সেটি ঘুরে বেড়াচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৫ হাজার ৭৩২ জনে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ২২৭ জনে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ৩ মাস ছাড়িয়েছে। এখনও নিয়ন্ত্রণের লক্ষণ খুব একটা দৃশ্যমান নয়।

এম এন  / ১১ এপ্রিল



[ad_2]

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article