বুধবার, এপ্রিল ২, ২০২৫

ইতালির মোনছা হাসপাতালে প্রবাসী বাংলাদেশিদের সহায়তা প্রদান -Deshebideshe

Must read

[ad_1]

রোম, ০৭ এপ্রিল- প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে নানা পদক্ষেপের পাশাপাশি পুরো ইতালিতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। কিন্তু থামছে না বিপর্যয়। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা পরিস্থিতিতে ইতালিতে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে। এমন পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশী ওয়েলফেয়ার ( বায়তুন নুর মনছা) এর উদ্যোগে ইতালির মনছা বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা হাসপাতাল সানজেরাদ্দ মনছা কর্তৃপক্ষকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংগঠনের পক্ষ হতে ইতালিতে অবস্থানরত বাংলাদেশিরা পাঁচ হাজার ৫০০ ইউরো হাসপাতাল সানজেরাদ্দ মনছা ফান্ডে জমা করেন। আথিক সহযোগিতার জন্য প্রবাসী বাঙালির প্রতি ধন্যবাদ জানান হাসপাতাল কতৃপক্ষ। ফান্ড গঠনে  সার্বিক সহযোগিতা করছেন মোসারফ  হোসেন, রাজু মোহাম্মদ ,হাসনাত, মহসিন, আবদুল মতিন, ফারুক ভুঈয়া।

এছাড়াও বাংলাদেশী ওয়েলফেয়ার ( বায়তুন নুর মনছা, ) সংগঠনের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে মনছায় বসবাসরত  বাংলাদেশি  প্রবাসীদের নিয়মিত খোঁজ খবর রাখছেন।

এম এন  / ০৭ এপ্রিল



[ad_2]

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article