পবিত্র মাহে রমজান উপলক্ষে, প্ৰতি বছরের ধারাবাহিকতায় দেশের দ্বিতীয় বৃহত্তর আলোকচিত্র সংগঠন চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল ২০২৩ অনুষ্ঠিত হয়।
১০ই এপ্রিল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর নুর আহমেদ সড়ক লাভলেইন স্মরণিকা কমিউনিটি সেন্টারের সামনে অবস্থিত চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর হল রুমে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন সোসাইটি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলোকচিত্রী মউদুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আন্তর্জাতিক খ্যাত আলোকচিত্রী শোয়েব ফারুকী, প্রতিষ্ঠাতা সদস্য আলোকচিত্রী সোলেমান সায়মন, সদ্য সাবেক সভাপতি আলোকচিত্রী অনুজ কুমার বড়ুয়া, সহ সভাপতিদ্বয় এম এ মোনায়েম বাপ্পী ও হাবিব চৌধুরী মিঠু, পোর্ট্রেট এর পরিচালক আলোকচিত্রী রূপম চক্রবর্তী, আজীবন সদস্য বান্দরবান পিডিবি’র নির্বাহী প্রকৌশলী আলোকচিত্রী মাসুম আমীর এবং বিশেষ মুনাজাত পরিচালনা করেন নির্বাহী সদস্য মোহাম্মদ আলমগীর।
সোসাইটি’র সভাপতি বাসব শীল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুকুল দাশ, সঞ্চয়ন চৌধুরী, শেখ আবদুল্লাহ মেরাজ মন্টু , কে. ইউ. মাসুদ , শাহজাহান চৌধুরী , রবীন্দ্র চৌধুরী রবি ও রাজিব চৌধুরী ।
সোসাইটি’র সাধারণ সম্পাদক অরুণ চক্রবর্তী ও প্রচার সম্পাদক আলোকচিত্রী সাংবাদিক শেখ মুরশেদুল আলম এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন আলী আশরাফ, ইকবাল হোসেন, রেবা বড়ুয়া, নাসিমা,শিমুল ,পার্থ সারথী ,ফারুক বিন সাদেক, সৌরভ বড়ুয়া, রূপম ভট্টাচার্য সহ সোসাইটি’র আলোকচিত্রী সদস্য গণ ।