[ad_1]
হাফ ছেড়ে বাঁচল পাকিস্তান। প্রধানমন্ত্রী ইমরান খানের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ। করোনা সংক্রামিত এক ব্যক্তির সঙ্গে বৈঠকের পর পাক প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন এমন সন্দেহ থেকে লালারসের নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। টেস্টের পর জানা গেছে ইমরান খানের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ নেই। খবর দ্য ডনের।
এর আগে রোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা নিশ্চিত হতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নমুনা সংগ্রহ করা হয়। সম্প্রতি করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে যাওয়ার সূত্র ধরেই তাকে এ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় বলে জানিয়েছেন তার চিকিৎসক। গত ১৫ এপ্রিল রাষ্ট্রীয় করোনা তহবিলে ১ কোটি রুপি সহায়তা দিতে ইমরান খানের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন দেশটির বিশিষ্ট সমাজসেবী ফয়সাল আধি। ইমরান খান সে সময় ফয়সালের কাছ থেকে চেক গ্রহণ করেন। এরই মাঝে গতকাল মঙ্গলবার করোনা আক্রান্ত হয়েছেন বলে জানান ফয়সাল আধি। ৪ দিন ধরে তার করোনার বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে বলে জানান তিনি। পরে পরিস্থিতির অবনতি হলে টেস্ট করান এবং করোনা পজিটিভ আসে।
[ad_2]