বুধবার, এপ্রিল ২, ২০২৫

এবার স্পেনও ছাড়ালো চীনকে, ২৪ ঘণ্টায় ৭৩৮ মৃত্যু –

Must read

মাদ্রিদ, ২৫ মার্চ- করোনা ভাইরাসের ছোবলে চীনের চেয়েও ভয়াবহ পরিণতি বরণ করতে হচ্ছে ইউরোপের দেশগুলোকে। এ ভাইরাসে মৃত্যুর মিছিলে অনেক আগেই চীনকে ছাড়িয়ে গেছে ইতালি। এবারে সেই সারিতে যুক্ত হলো ইউরোপের আরেক দেশ স্পেনও। দেশটিতে গত ২৪ ঘণটায় করোনায় আক্রান্ত ৭৩৮ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্য দিয়ে স্পেনে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪৩৪ জনে। অন্যদিকে চীনে এ ভাইরাসে মৃতের সংখ্যা ৩ হাজার ২৮১।

বুধবার (২৫ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এদিকে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে করোনা মহামারি আকার ধারণ করতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ব্যাপারে গভীর উদ্বেগ জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারত সারাদেশে ২১ দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে।

অন্যদিকে আগামীতে যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করতে পারে বলে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটিতে বর্তমানে ‘বুলেটের বেগে’ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

মার্কিন গবেষণা সংস্থা জনস হপকিন্স জানিয়েছে, সারাবিশ্বে  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৫ হাজার মানুষের। এর মধ্যে ১ লাখ ১১ হাজার সেরে উঠেছেন।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article