বুধবার, এপ্রিল ২, ২০২৫

কখনও CM হতে চাইনি, শুধু চাই পরিবর্তন! নতুন দল ঘোষণায় প্রত্যয়ী রজনী

Must read

চেন্নাই, ১২ মার্চ – তিনি কোনওদিন মুখ্যমন্ত্রী হতে চাননি। তিনি শুধু চেয়েছেন রাজনৈতিক পরিবর্তন। নিজের দল ঘোষণা করতে গিয়ে এমনই দাবি করলেন দক্ষিণি মেগাস্টার রজনীকান্ত।

আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার আগে রাজনীতিতে প্রবেশের জল্পনা আগেই বাড়িয়েছিলেন থ্যালাইভা। গত সপ্তাহে তিনি ঘোষণা করেন যে, তিনি নতুন রাজনৈতিক দল গঠন করবেন। সেই নিয়েই আয়োজিত সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার রজনী বলেন, ‘আমি কখনও মুখ্যমন্ত্রী পদের কথা ভাবিনি। বিধানসভায় বসব, এটা ভাবিনি। আমি শুধু রাজনীতিতে একটা পরিবর্তন চেয়েছি। এখনই যদি রাজনীতি ও সরকারে পরিবর্তন না-আসে, তাহলে আর তা কখনও হবে না। আমি দলের প্রধান হয়েই থাকতে চাই।’

৬৯ বছরের দাপুটে অভিনেতা চেন্নাইয়ের একটি পাঁচ তারা হোটেলে তামিল ভাষায় বলেন, ‘আমাদের রাজনীতিতে দু জন কিংবদন্তী ছিলেন। একজন জয়ললিতা ও অপরজন করুণানিধি। মানুষ তাঁদের ভোট দিয়েছেন। কিন্তু একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এখন পরিবর্তন আনতে আমাদের নতুন আন্দোলন শুরু করা দরকার।’ অবসরপ্রাপ্ত IAS ও IPS অফিসারদের রাজনীতিতে আসার আহ্বান জানান তিনি। যে দলগুলি বর্তমানে রয়েছে, তাদের কারও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই বলে মত থ্যালাইভার। তাঁর নয়া দলে তরুণ প্রজন্মকে কাজ করার সুবিধে করে দিতে চান বলে রজনী জানিয়েছেন। তিনি বলেন, ‘বিগত বছরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে থেকে যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছি, তাকে কাজে লাগাতে চাই। আশা করি আমাদের লোকেদের প্রতি আপনারা বিশ্বাস রাখবেন।’

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article