বাঞ্জুল, ২৩ মার্চ- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকার ক্ষুদ্র দেশ গাম্বিয়ায় এক বাংলাদেশি ইমামের মৃত্যু হয়েছে। ছয়টি দেশে ওয়াজ শেষে তিনি গাম্বিয়া সফরে ছিলেন। দেশটিতে প্রাণঘাতী রোগটির প্রথম শিকার তিনি।
সোমবার এএফপি জানায়, ৭০ বছর বয়সী ওই ইমাম দেশটিতে করোনায় আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি ছিলেন। গত ১৩ মার্চ তিনি প্রতিবেশী সেনেগাল থেকে গাম্বিয়ায় যান। রোববার তার মৃত্যুর কথা জানায় গাম্বিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।
রাজধানী বানজুলের বুন্দুং মসজিদের বাসভবনে থাকতেন তিনি। ডায়াবেটিসে আক্রান্ত ওই ইমামকে শুক্রবার হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তিনি মারা যান। তবে তার নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। গাম্বিয়া কর্তৃপক্ষ জানায়, তিনি এর আগে যে ছয়টি দেশ সফর করেছেন তাদেরও তার মৃত্যুর কথা জানানো হয়েছে; যাতে তার সংস্পর্শে আসা অন্যরা যথাযথ পদক্ষেপ নিতে পারেন। গাম্বিয়ায় ১২৪ জনকে করোনা আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এর আগে তিনটি দেশে আরও পাঁচ বাংলাদেশি করোনায় মারা গেছেন। তাদের মধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে দুজন করে এবং ইতালিতে একজন। এ ছাড়া বাংলাদেশে সোমবার পর্যন্ত তিনজনের মৃত্যুর কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।