বুধবার, এপ্রিল ২, ২০২৫

করোনাভাইরাস ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া সেই জাপানির মৃত্যু

Must read

টোকিও, ১৮ মার্চ- শরীরে করোনাভাইরাস পজেটিভ দেখা দেয়ার পর রোগটি ছড়িয়ে দেয়ার হুমকি দিয়েছিলেন ৫৭ বছর বয়সী এক জাপানি। এটা ছিল চলতি মাসের শুরুর ঘটনা।

বুধবার দেশটির একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

গত ৪ মার্চ পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। এরপর স্থানীয় কর্তৃপক্ষ তাকে বাড়িতে থাকার নির্দেশনা দিয়েছিলেন।

সেদিন সন্ধ্যায় পরিবার সদস্যদের তিনি বলেন, তিনি ভাইরাসটি ছড়িয়ে দিতে বের হচ্ছেন।

পরে স্থানীয় আইজাকায় পানশালা ও একটি বারে গিয়ে হাজির হন। পরদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যবসায় বাধা দেয়ায় তার বিরুদ্ধে তদন্ত চলছিল। যদিও সেই পানশালা ও বারটি বন্ধ করে দেয়া হয়েছে।

বারে কাজ করা এক নারী গত ১২ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কারও শরীরে করোনাভাইরাস পজেটিভ আসলে নীতি অনুসারে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। কিন্তু সেখানে কোনো শয্যা খালি না থাকায় তাদের বাড়িতেই অবস্থান করতে বলা হয়েছিল।

বুধবার পর্যন্ত জাপানে করোনাভাইরসে ২৯ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৮৬৪ জন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article