বুধবার, এপ্রিল ২, ২০২৫

করোনাভাইরাস নিয়ে গুজব: কাজীর দেউড়ি থেকে আটক এক (ভিডিও)

Must read

https://paathok.news/
আটক যুবক রুমি।

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে একজনকে আটক করেছে র‌্যাব।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-৭ এ অভিযান চালায়। ধৃত ব্যাক্তির নাম কামরুল হাসান রুমি (৩৯)।

আটক রুমির চট্টগ্রামের মীরসরাই উপজেলার মহাজন হাট এলাকার আবুল বছরের ছেলে। তার বর্তমান ঠিকানা-বাড়ী নং-১, রোড নং-১, প্লট-৬/সি, সেক্টর: জি, হালিশহর।

 

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মাহমুদুল হাসান পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্বব্যাপী মহামারি মরণব্যাধি করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে নগরীর কোতোয়ালী থানার কাজীর দেউড়িস্থ এম এ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে কামরুল হাসানকে আটক করা হয়েছে। তাকে র‌্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

র‌্যাব-৭ এর অপারেশন অফিসার মাশকুর রহমান জানান, আটক ব্যাক্তি ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে গুজব ছড়ায় যে নগরীর হালিশহর ক্যান্টরমেন্ট স্কুলের ৪ শিক্ষাথী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অথচ এ তথ্য ঠিক নয়। এ অভিযোগে তাকে আটক করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article