বুধবার, এপ্রিল ২, ২০২৫

করোনার ছুটিতে সেনাবাহিনীর দায়িত্বটা সারতে চান সন মিন

Must read

সিউল, ০২ এপ্রিল- দক্ষিণ কোরিয়ার নিয়মই এমন। বয়স ২৮ বছর হওয়ার আগে সুস্থ-সবল সকল যুবককে বাধ্যতামূলক ২১ মাস সেনাবাহিনীর হয়ে কাজ করতে হবে। ২০১৮ সালে সন হিউয়েন মিনের দিকে নিয়মের ওই কড়াকড়ি এগিয়ে আসে। বয়স হয়ে যায় ২৬ বছরের মতো। তার তাই টটেনহ্যাম ছেড়ে সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় ঘনিয়ে আসে।

কিন্তু দক্ষিণ কোরিয়ার এই সেরা তারকাকে দেওয়া হয় একটি শর্ত। যদি জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে দেশকে স্বর্ণ এনে দিতে পারেন তবে প্রায় দুই বছর সেনাবাহিনীতে থাকার ওই নিয়ম শীতিল করা হবে। কাজটা কঠিন। তবে সনকে সুযোগটা নিতেই হতো। মৌসুমের মাঝে টটেনহ্যামও সন মিনকে ছেড়ে দেয়। কারণ দলের সেরা ফুটবলারকে তার সেরা ফর্মে থাকার সময় দু’বছরের জন্য হারাতে চায় না কোন দল।

সন মিন ২০১৮ সালের এশিয়ান গেমসে বিজয়ের হাসি হাসেন। দেশকে এনে দেন স্বর্ণ। সেনাবাহিনীর হয়ে কাজ করার সময় শীতিল করে দেওয়া হয়।তবে পুরোপুরি মওকুফ করে দেওয়া হয়নি। সন মিন করোনাভাইরাসের কারণে প্রিমিয়ার লিগসহ ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের সব লিগ এবং বিশ্বের প্রায় সব আসর বন্ধের সুযোগটা নিতে চান। বাধ্যতামূলক চার সপ্তাহের সেনা ক্যাম্পে অংশ নিতে চান। পূরণ করে নিতে চান নিজের দায়িত্ব।

তবে সেজন্য তাকে অপেক্ষা করছে হবে প্রিমিয়ার লিগ স্থগিতের সময় বাড়ছে কি-না তার ওপর। ইংলিশ লিগ ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত। যুক্তরাজ্যে যেভাবে করোনার প্রাদুর্ভাব বেড়েছে লিগ স্থগিতের সময়ও বাড়বে। আর ওই সময়টা বাড়লেই সন হিউয়েন মিন সেনা ক্যাম্পে যোগ দেবেন বলে মেইল অনলাইনের খবরে জানানো হয়েছে। সন মিন গেল সপ্তাহে ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন। এরপর তিনি কোয়ারেন্টাইনে আছেন।

ওই কোয়েরেন্টাইন শেষ হলে এবং প্রিমিয়ার লিগ স্থগিতের সময় বাড়লে তিনি সেনা সদস্যদের সঙ্গে ক্যাম্পে যোগ দেবেন। আগামী ২০ এপ্রিল তিনি সেনাবাহিনীতে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। সন মিন অবশ্য ইনজুরিতে আছেন। তার হাতে চিড় ধরা পড়ে। ওই ইনজুরি থেকে তিনি সেরে ওঠার শেষ ধাপে আছেন। ইনজুরি থেকে সেরে ওঠা এবং লিগ বন্ধ থাকার সময়টা তিনি সেনা ক্যাম্পে যোগ দিয়ে পার করতে চান।

সূত্র : সমকাল

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article