বুধবার, এপ্রিল ২, ২০২৫

করোনার রোগী বহনে গাড়ি প্রস্তুত ব্যারিস্টার সুমনের

Must read

করোনার রোগী বহনে গাড়ি প্রস্তুত ব্যারিস্টার সুমনের

হবিগঞ্জ, ২৮ মার্চ- হবিগঞ্জের চুনারুঘাটে করোনার রোগীদের চিকিৎসার জন্য আপদকালীন সময়ে চালকসহ একটি গাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবহারের জন্য প্রস্তুত রেখেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শনিবার (২৮ মার্চ) তিনি বলেন, আমি নিজেই বাসায় লকডাউনে আছি। এখন তো আমার গাড়ির দরকার নাই। তাই চালকসহ আমার ব্যবহার করা গাড়িটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মুমিন উদ্দিন চৌধুরীর কাছে দেওয়ার প্রস্তাব করেছি। এই সময়ে এটি খুবই দরকার। এটা তারা অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করতে পারবে। এছাড়া ১৬টি রেইন কোটও দিয়েছি তাদের ব্যবহারের জন্য। তার বলেছেন গাড়ি যখন প্রয়োজন হবে তখন নেবে।

এদিকে সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যারিস্টার সুমন বলেন, করোনা ভাইরাসের আপদকালীন সময়ের জন্য আমার এই জিপ গাড়ি আমার জন্মস্থান চুনারুঘাট উপজেলার সব মানুষের জন্য অ্যাম্বুল্যান্স হিসেবে কাজ করবে। গাড়ির প্রয়োজনে চুনারুঘাট সদর হাসপাতালে যোগাযোগ করুন।

সূত্র : বিডি২৪লাইভ

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article