লন্ডন, ৩০ মার্চ – ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস এখন করোনা ভাইরাসের শঙ্কামুক্ত আছেন। তিনি আইসোলেশন ছেড়ে সরকারের স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলেছেন।
সোমবার প্রাসাদের এক কর্মকর্তার বরাতে বিবিসি জানায়, ব্রিটিশ রাজপুত্রের স্বাস্থ্য এখন ভালো। তিনি সরকারি বিধিনিষেধ অনুসরণ করে চলছেন। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তিনি এখন আইসোলেশনের বাইরে চলে এসেছেন।
এর আগে গত বুধবার রাজপরিবারের এক মুখপাত্র জানান, প্রিন্স চার্লসের করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। হালকা করোনার উপসর্গ দেখা দেয়ার পর স্কটল্যান্ডের প্রাসাদে আইসোলেশনে চলে যান তিনি ও তার স্ত্রী। যদিও তার স্ত্রী ক্যামিলা, ডাচেস অব কর্নওয়ালের পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়েনি। এরপরও তিনি আইসোলেশন ছিলেন।
গত ১০ মার্চ লন্ডনে একটি অনুষ্ঠানে মোনাকোর প্রিন্স অ্যালবার্টের পাশাপাশি বসেছিলেন চার্লস। চলতি সপ্তাহেই প্রিন্স অ্যালবার্টের শরীরে কোভিড ১৯ ভাইরা ধরা পড়ে। তারপরই ৭১ বছর বয়সী প্রিন্স চার্লসের আক্রান্ত হওয়ার খবর আসে।
স্কটল্যান্ডে সম্প্রতি কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। এর ফলে স্কটল্যান্ডে মোট মৃত্যু ৪৭ জনে দাঁড়াল।
যুক্তরাজ্যে ভাইরাসে মোট মারা গেছেন ১ হাজার ২২৮ জন। আক্রান্ত হয়েছেন ১৯ হাজারের বেশি মানুষ।
সুত্র : চ্যানেল আই অনলাইন