করোনা ভাইরাস মহামারীতে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার ১০ হাজার অভূক্ত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করে সর্বত্র আলোচনায় হালিশহর ২৬নং ওয়ার্ডের জনপ্রিয় সমাজসেবী লায়ন মো.ইলিয়াস। তাঁকে নিয়ে নিয়মিত প্রশংসা ও গর্ব করছেন হালিশহর বাসী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রথমপর্যায়ে ২০ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে ওয়ার্ডের বিভিন্ন এলাকার ৫ হাজার পরিবারের মাঝে এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়।
প্রথম পর্যায়ে হালিশহর বি-ব্লক, বড়পোল নতুন পাড়া, মইন্যাপাড়া, পশ্চিম সুন্দরী পাড়া, পূর্ব সুন্দরী পাড়া, নাথপাড়া, আশ্চার্য্য পাড়া ও গলিচিপা পাড়ার অসহায় মানুষদের বাড়ি-বাড়ি গিয়ে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হয়।
লায়ন মো.ইলিয়াস হোসেন সিটিজি নিউজকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা পেয়ে সাধ্যমতো খাদ্যসহায়তা নিয়ে নিজের ওয়ার্ডের ১০ হাজার পরিবারের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন লায়ন মো.ইলিয়াস তিনি নিজ ওয়ার্ডের মানুষের পাশে যেমন খাদ্য সহায়তা দিয়েছেন ঠিক তেমনিভাবে কার কি দায়িত্ব না দেখে ক্ষুধার্থ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এমন দৃষ্টান্ত আর কেউ হালিশহর এলাকায় দেখাতে পারে এমন নেতা চোখে পড়েনি।
লায়ন মো.ইলিয়াস এমন একজন পরোপকারী ব্যক্তি যার মন কাঁদে অসহায় মানুষের জন্য। এমন মানুষকে পাশে পেয়ে অনেকে ত্রাণ গ্রহণকালে কান্না করে বলেছেন, আপনার কারণে আমরা চুলায় আগুন দিতে পারছি। কেউ আমাদের খবর রাখেনি। আপনার মত মানুষ যদি আমাদের ওয়ার্ডের কাউন্সিলর হতেন আমরা আজ এত কষ্ট পেতাম না। আল্লাহ আপনাকে অনেক বড় করুক। এভাবে দোয়া করছেন সাধারণ কেটে খাওয়া অসহায় মানুষগুলো।
ওয়ার্ডে প্রায় ৫০ হাজার মানুষ বসবাস করে। যাদের অর্ধেকেরও বেশি মানুষ দিনমজুর। এই অবস্থায় প্রথম ধাপে ৫ হাজার পরিবারকে সহায়তা করেছি। পর্যায়ক্রমে বাকি ৫ হাজার পরিবারকে সহায়তা করা হবে।’
তিনি আরো বলেন, গতকাল গলিচিপা পাড়ার বারুনিঘাটায় জসিম ও মনছুর কলোনিতে আগুনে পুড়ে যাওয়া ১১টি পরিবারের মাঝেও খাদ্যসামগ্রী বিতরণ করেছি। দেশের এই ক্রান্তিলগ্নে সবাইকে এগিয়ে আসা উচিত।
সচেতন অনেক ব্যক্তি জানান, হালিশহর এলাকায় এমন অনেক বিত্তশালী ব্যক্তি এবং জনপ্রতিনিধি রয়েছেন যারা চাইলে শ্রমজীবী, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারতেন। করোনার মহামারির পরিস্থিতিতে তারাও রয়েছেন একেবারে নিশ্চুপ। এই অবস্থায় জনপ্রিয় সমাজসেবী লায়ন মো.ইলিয়াস হালিশহর ২৬নং ওয়ার্ডের ১০ হাজার পরিবারকে খাদ্যসহায়তা দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।