বুধবার, এপ্রিল ২, ২০২৫

করোনায় মৃতদের দাফন-কাফনের দায়িত্ব নিলেন মেয়র আরিফ

Must read

[ad_1]

arif

সিলেটে করোনাভাইরাস আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার দাফন কাফন ও সৎকারের ব্যবস্থা করবেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন তিনি।

মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সিলেটে কোভিড-১৯ আক্রান্ত হয়ে কোন মুসলমান মারা গেলে তার গোসল, জানাজা ও দাফন-কাফনের ব্যবস্থা করতে সিটি করপোরেশন। ধর্মীয় নিয়মানুসারে তাকে দাফন করা হবে হযরত মানিকপীর (রহ.)’র কবরস্থানে।

এছাড়া হিন্দু সম্প্রদায়ের কেউ মারা গেলে তার সৎকার করা হবে চালিবন্দর শ্মশানঘাটে। অন্যান্য ধর্মের কেউ মারা গেলে তাকেও নিজ নিজ ধর্মানুসারে সৎকারের ব্যবস্থা করা হবে।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এখনো মানুষ করোনার ভয়াবহতা বুঝতে পারছেন না। বারবার নিষেধ করার পরও অনেকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন। এতে করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা বাড়ছে। নিজের ও পরিবারের নিরাপত্তায় সবাইকে ঘরে থাকা প্রয়োজন।


[ad_2]

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article