কলকাতা, ২৮ মার্চ – করোনা আতঙ্কের মধ্যে হঠাত ছাই ঘিরে আতঙ্ক। ছাদে নাকি ছাই পড়ছে। এমন অনেকেই ছবি দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। যা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে।
শনিবার বিকেলে এইভাবে ছাই পড়তে শুরু করেছে। বরানগর, কোন্নগর, দমদম, আলমবাজার সহ একাধিক জায়গায় এই ঘটনা ঘটেছে।
অনেকেই সেই ছবি দিতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। কেউই বুঝতে পারছেন না কোথা থেকে ছাই আসছে। কোথাও আগুন লাগার ঘটনা কিনা সেটাও স্পষ্ট নয়।
এমনিতেই করোনা আতঙ্কে ভুগছে সবাই। তার মধ্যে এইভাবে ছাই পড়তে দেখে অবাক হয়েছেন বাসিন্দারা।
গুজব ছড়াচ্ছে অনেক রকমের। কেউ মনে করছেন অ্যান্টি ভাইরাস স্প্রে করা হয়েছে।