যুক্তরাষ্ট্রের বিমানবাহী একটি যুদ্ধজাহাজে অনিয়ন্ত্রিতভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ নামে ওই জাহাজটিতে অন্তত ৭০ জন নাবিক করোনা আক্রান্ত হয়েছেন।
ওই যুদ্ধজাহাজাটির কমান্ডার নাবিকদের জীবন রক্ষা করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানালেও মার্কিন প্রতিরক্ষা সচিব তা প্রত্যাখ্যান করেছেন।
পরিচয় না প্রকাশ করার শর্তে মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, জাহাজটিতে থাকা নাবিকদের মধ্যে প্রায় ৮০ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে আর সবার পরীক্ষা শেষ হলে সংখ্যাটি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
জরুরিভিত্তিতে জাহাজে থাকা নাবিকদের সরিয়ে নিয়ে আইসোলেশনে রাখার আবেদন জানিয়েছেন কমান্ডার ব্রেট ক্রোজিয়ার।
চার পৃষ্ঠার এক চিঠিতে তিনি বলেন, কোনোভাবেই জাহাজের চার হাজার ক্রুয়ের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ুক এমনটি আমরা চাই না। অত্যন্ত ভীতিকর পরিস্থিতির মধ্যে জাহাজটিকে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে নোঙ্গর করে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, এখনই যদি সঠিক সিদ্ধান্ত আমরা না নিতে পারি তাহলে আমাদের সবচেয়ে বিশ্বস্ত সম্পদ আমাদের সেনাদেরকে আমরা হারাবো।
ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার লিখেছেন, আমরা যুদ্ধে লিপ্ত নই। নাবিকদের মরার প্রয়োজন নেই। রোগটির সংক্রমণ অব্যাহত রয়েছে এবং ক্রমান্বয়ে বাড়ছে। জাহাজে পর্যাপ্ত ফাঁকা জায়গা নেই। সামাজিক দূরত্ব বজায় রাখারও কোনো উপায় নেই।
পরিস্থিতি মোকাবেলায় যে কৌশল নেয়া হয়েছে তাতে সংক্রমণ বিস্তারের গতি ধীর করা গেলেও পুরোপুরি থামানো যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি।
এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার গতকাল জাহাজটিকে খালি করার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন। এতে ধারণা করা হচ্ছে, করোনাভাইরাসের কারণে জাপানের উপকূলে বিপদে পড়া ব্রিটিশ মালিকানাধীন ‘ডায়মন্ড প্রিন্সেস’ জাহাজের মতোই পরিণতি হবে থিওডর রুজভেল্টের।