বুধবার, এপ্রিল ২, ২০২৫

করোনা থেকে সেরে উঠলেন তারকা দম্পতি

Must read

অস্কারজয়ী মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন দুজনেই আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। সুখবর হলো তারা করোনাকে জয় করে সেরে উঠেছেন। এরইমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসাতেও গিয়েছেন। এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দুই তারকার পরিবার ও বন্ধুরা।

গত সপ্তাহে তাদের করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের করোনা টেস্ট পজিটিভ হয়।

অবশেষে দুজনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হয়। এক সপ্তাহ চিকিৎসা শেষে তারা এখন সুস্থ হয়ে উঠেছেন বলে খবর দিয়েছে বিবিসি।

জানা গেছে, অস্ট্রেলিয়ায় একটি সিনেমার শুটিং করছিলেন দুজনে। এসময় তাদের শরীরে করোনা সংক্রমিত হয়। অসুস্থ বোধ করলে দুজনকেই অস্ট্রেলিয়ার কুইন্সলেন্ডে তাদের ভাড়া বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছিল। সেখান থেকে হাসপাতালে নেওয়া হয়।

গত বৃহস্পতিবার ৬৩ বছর বয়সী টম হ্যাঙ্কস ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আমরা কিছুটা ক্লান্তি অনুভব করছিলাম। এছাড়া জ্বর ও সর্দির পাশাপাশি শরীরে কিছুটা ব্যথাও ছিল। এসব লক্ষণ দেখে আমরা সাথে সাথে করোনাভাইরাস পরীক্ষা করি এবং করোনার উপস্থিতি ধরা পড়ে।’

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article