বুধবার, এপ্রিল ২, ২০২৫

করোনা প্রতিরোধে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান মেননের

Must read

করোনাভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করতে, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং তা প্রতিরোধে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে ছাত্র মৈত্রীর সভায় এ আহ্বান জানান তিনি।

মেনন বলেন, ছাত্ররা তাদের নিজের পরিবার, সমাজ, পারিপাশ্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যেমন সার্বিক সহযোগিতা করতে পারে তেমনি তারাই পারে সাহস নিয়ে দেশের সব মানুষকে সহায়তা করতে।

তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক যে এখনও আমরা গুজব দ্বারা বিভ্রান্ত হচ্ছি এবং ফেসবুকে নানা অপপ্রচার চলছে। আসলে করোনা এখন মহামারি। কিন্তু আমরা দেখছি ওয়াজ মাহফিলের নামে কিছু মওলানা-মৌলভী উল্টাপাল্টা কথাবার্তা বলছে। এগুলো না করে উচিত হবে মানুষকে কীভাবে রক্ষা করা যায় সেজন্য এগিয়ে আসা।

ছাত্র মৈত্রীর ঢাকা মহানগর সভাপতি ইয়াতুন নেসা রুমার নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রী ঢাকা মহানগর সাধারণ সম্পাদক তানভীন আহমেদ, সহসভাপতি তরিকুল ইসলাম, সাগর আহমেদ, রাজনৈতিক-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আয়েশী সিদ্দিকা মালা, দফতর সম্পাদক মাঈনুল হাসান, সদস্য তামিম হোসাইন চন্দন প্রমুখ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article