বুধবার, এপ্রিল ২, ২০২৫

করোনা মোকাবিলায় মমতার পাশে নোবেলজয়ী দম্পতি

Must read

করোনা মোকাবিলায় মমতার পাশে নোবেলজয়ী দম্পতি

কলকাতা, ২৯ মার্চ- করোনা বিশ্বে মহামারীর রূপ নিয়েছে। ভারত তথা বাংলাতেও থাবা বসাতে শুরু করেছে করোনা ভাইরাস। এই অবস্থায় কেন্দ্র ও রাজ্য দুই সরকারই লকডাউন ঘোষণা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এই অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্য সরকারের বার্তা প্রচারের দায়িত্ব নিলেন দুই নোবেলজয়ী অর্থনীতিবিদ। বাংলার নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিষেক বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন দীর্ঘ আলোচনা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় স্বয়ং রাজ্য সরকারের করোনা সচেতনতার বার্তা প্রচারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার বার্তা দেন। তিনি এবং তাঁর নোবেলজয়ী স্ত্রী এস্তার ডুফলো সচেতনতার প্রচার চালাবেন বলে জানান। তিনি বলেন, করোনা রুখতে সবথেকে জরুরি অনুশাসন ও সচেতনতা। সেই কথাই প্রচার করবেন নোবেলজয়ী বাঙালি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী এস্তার ডুফলো। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিস্তারিত কথা হয়েছে। সেইমতোই রাজ্যে সচেতনতার প্রচারে নামছেন নোবেলজয়ী দম্পতি। করোনার সচেতনতায় নানা ভিডিও ও অডিও ক্লিপস তাঁরা তৈরি করে বাংলায় ছড়িয়ে দেবেন। এভাবেই তাঁরা প্রচার চালানোর বার্তা দিয়েছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article