বুধবার, এপ্রিল ২, ২০২৫

করোনা মোকাবিলায় ৬১ জেলায় আড়াই হাজার সেনা

Must read

ঢাকা, ২৭ মার্চ- বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলায় মাঠপর্যায়ে কাজ করছে সেনাবাহিনী। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ মার্চ) তাদের ২৯০টি দল দেশের ৬১ জেলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করেছে।

এ সময়ে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ জনগণকে উৎসাহিত করেছেন সেনা সদস্যরা। পাশাপাশি তারা বিদেশফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বিষয়টিও পর্যবেক্ষণ করেছেন।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মার্চ থেকে পাঠপর্যায়ে কাজ করছে সেনাবাহিনী। এ পর্যন্ত তারা ২৯০টি দলে ৬১টি জেলায় বিভক্ত হয়েছে করোনা মোকাবিলায়।

বর্তমানে সারাদেশে আড়াই হাজারের বেশি সেনাসদস্য এ কার্যক্রম পরিচালনা করছেন। একইসঙ্গে ভাইরাসটি প্রতিরোধে সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

সূত্র: বাংলানিউজ

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article