বাগদাদ, ১২ মার্চ- করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় শিয়া মুসলিমদের পবিত্র শহর কারবালায় শুক্রবারের জুমার নামাজ বন্ধ করা হয়েছে। গতকাল বুধবার ইরাকের এ শহরটির মসজিদ প্রশাসন এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবারেও এই শহরে জুমার নামাজ বন্ধ ছিল। পাশের শহর নাজাফের মতো কারবালায় ইরাক ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিয়া তীর্থযাত্রীরা আসেন। করোনাভাইরাসের আতঙ্কে জনসমাগম এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইরাকে করোনাভাইরাস আক্রান্ত হয়ে আটজন মারা গেছেন। এ ছাড়া বর্তমানে ৭৯ জন এ ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ভাইরাসের প্রকোপ ঠেকাতে দশ দিনের জন্য বাগদাদের স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ভাইরাস উপদ্রুত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
আর/০৮:১৪/১২ মার্চ
[ad_2]