[ad_1]
খুলনা, ০৫ এপ্রিল- খুলনার বাজার ও মুদি দোকান বিকাল ৫টার পর বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।
রোববার দুপুরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশনা বলবত থাকবে বলে জানানো হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে এ নির্দেশ কার্যকর হবে। তবে নগরীর রূপসা সন্ধ্যা বাজার ও কেসিসি সন্ধ্যা বাজার রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধ ও সামাজিক দূরত্ব ফলপ্রসূভাবে নিশ্চিতকরণের লক্ষ্যে খুলনা জেলা ও মহানগরীতে সোমবার বিকাল ৫টার পর নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দোকান, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হল। তবে ওষুধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক এর আওতা মুক্ত থাকবে।
সূত্র : যুগান্তর
এম এন / ০৫ এপ্রিল
[ad_2]