[ad_1]
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরে মানুষ ও যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
নির্দেশনা অনুযায়ী, সোমবার রাত থেকে নগরে কোনো ব্যক্তি বা গাড়ি ঢুকতে ও বের হতে পারবে না। তবে নিষেধাজ্ঞার বাইরে থাকবে সরকারনির্ধারিত সুনির্দিষ্ট কিছু ব্যক্তি ও গাড়ি।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কেএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা ৭টার পর ওষুধ বাদে সব দোকান বন্ধ থাকবে। এর আগে রোববার জেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করে মহানগরে বিকেল ৫টার মধ্যে ওষুধ বাদে সব দোকান ও বাজার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনায় শুধু রূপসা সন্ধ্যাবাজার ও কেসিসি সন্ধ্যাবাজার রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়।
খুলনার অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান বলেন, কেএমপির সিদ্ধান্ত অনুযায়ী ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে জেলা প্রশাসনের বিজ্ঞপ্তির বিষয়ে তিনি জানেন না।
[ad_2]