[ad_1]
গোপালগঞ্জ, ১৪ এপ্রিল – করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পুরো গোপালগঞ্জ জেলাকে আজ মঙ্গলবার রাত ১০ থেকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জেলা আইনশৃঙ্খলা কমিটির সাথে জরুরি এক বৈঠকের পর গোটা জেলাকে লকডাউন ঘোষণা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অবরোধের (লকডাউন) সময় জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য কোনো স্থান থেকে কেউ আসতে বা বের হতে পারবে না। এছাড়াও গণপরিবহন এবং জনসমাগম বন্ধ থাকবে।
তবে, জরুরি পরিষেবা লকডাউনের আওতামুক্ত থাকবে।
মঙ্গলবার রাত ১০টা থেকে কার্যকর এ আদেশ পরবতী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এ নিয়ে এখন পর্যন্ত অন্তত ২৫টি জেলাকে পুরো লকডাউন ঘোষণা করা হলো।
সূত্র: চ্যানেল আই অনলাইন
এন এ/ ১৪ এপ্রিল
[ad_2]