
গত ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ইং চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি (সিপিএস)’র “বাৎসরিক বনভোজন ও আনন্দ আড্ডা” অত্যন্ত সুন্দর ভাবে সুসম্পন্ন হয়েছে।
নন্দনকাননস্হ বৌদ্ধ মন্দিরের সামনে থেকে সদস্য-সদস্যার পরিবারবর্গ ও অতিথিবৃন্দ কাপ্তাই ওয়াগ্গাছড়া চা বাগানের উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ অফিসের সামনে কর্ণফুলী কেয়া ঘাটে গিয়ে পৌঁছে।
অপরূপ সৌন্দর্য বেষ্টিত কর্ণফুলী নদীর কেয়া ঘাট থেকে বাগানের বোটে করে গন্তব্য স্হান ওয়াগ্গাছড়া চা বাগানের ঘাটে উঠে বাগানের সবুজের সমারোহ, সকল সদস্যগণ উপভোগ করে।

বনভোজনের আয়োজনের তত্ত্বাবধায়ক চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি’র আজীবন সদস্য, বাগানের সত্ত্বাধিকারী, চা গবেষক, প্রাবন্ধিক শ্রদ্ধেয় আমিনুর রশীদ কাদেরী সিপিএস এর প্রায় ১২০ জনের বিশাল দলকে রিসিভ করেন।
সিপিএস এর প্রেসিডেন্ট অনুজ কুমার বড়ুয়া সহ সকল সদস্যগণ অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক আমিনুর রশীদ কাদেরীকে পুস্পস্তবক দিয়ে অভিনন্দন জানান।
সকলে কাদেরী ভাইয়ের সৌজন্যে চা সিংগারা খাওয়ার পর বিশাল বাগানের মনোরম সৌন্দর্য পরিবেশের বিভিন্ন স্থান পরিদর্শন, ছবি তোলাসহ আনন্দ আড্ডায় মেতে উঠেছে মধ্যান্ন ভোজনের আগ পর্যন্ত। খাওয়া পর্বের মধ্যে কাদেরী ভাইয়ের সৌজন্যে স্হানীয় সুস্বাদু দধি খেয়ে সকলে তৃপ্ত হয়েছে।
মধ্যান্ন ভোজনের পর পর শুরু হয় সাংস্কৃতিক পর্ব, প্রতিযোগিতা মূলক আয়োজন মেয়েদের মিউজিক্যাল চেয়ার ও পুরুষদের বউকে টিপ পড়ানো প্রতিযোগিতা, র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সর্বশেষে বনভোজনে অংশগ্রহণকারী সিপিএস সদস্য-সদস্যা ও অতিথি পরিবারের মধ্যে ইউনিলিভার বাংলাদেশ এর সৌজন্যে ফ্যামিলী গিফট প্রদান করা হয়।

এছাড়া এইদিনে সিপিএস এর প্রেসিডেন্ট অনুজ কুমার বড়ুয়ার বিবাহ বার্ষিকী হওয়ায় সোসাইটির সাবেক সভাপতি ম. শওকত উল ইসলাম ‘শুদ্ধাচার মহাজাতক’ বইটি উপহার স্বরূপ প্রদান করেন।
চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি’র বাৎসরিক বনভোজন ও আনন্দ আড্ডায় আজীবন সদস্য আমিনুর রশীদ কাদেরী, সাবেক সভাপতি মউদুদুল আলম, দেবপ্রসাদ দাস দেবু, ম শওকত উল ইসলাম এবং সাংবাদিক ডেইজি মউদুদ, ইউনাইটেঢ টেলিভিসনের সাংবাদিক শেখ মুরশেদুল আলম (সিপিএস) সহ সিপিএস’র প্রবীন নবীন সদস্যদের পরিবার ও অতিথি পরিবার অংশগ্রহণ করেছেন।
বনভোজনের আনন্দ আয়োজনে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্হান অর্জন করেছে যথাক্রমে পুস্পিতা বড়ুয়া,আদিবা ও কামরুন নাহার। বউকে টিপ পড়ানো প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্হান অর্জন করেছে যথাক্রমে রিয়াদ, ফুয়াদ ও আবদুল্লাহ মেরাজ মন্টু। এবং র্যাফেল ড্রতে ১ম, ২য় ও ৩য় স্হান অর্জন করেছে যথাক্রমে দেবাশীষ দত্ত, সুমি মল্লিক ও রহমত উল্লাহ।
এ আয়োজনে যাদের অগ্রনী ভূমিকা ছিল তাদেরকে সহ অংশগ্রহণকারী সকলের প্রতি সিপিএস এর প্রেসিডেন্ট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
