সোমবার, ডিসেম্বর ১৬, ২০২৪

চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

Must read

adminhttp://ctgnewsagency.com
I am a professional #photographer,# graphics & #web designere, living in Chittagong, Bangladesh . I am shooting weddings since 2000 and i've photographed almost 100+ brides . I have a team of pro photographers to complete multiple tasks at a same time I just love to click, never feel tired while clicking. This affection helped me to jump into professional field as a wedding & fashion photographer. I need to learn many more things in order to do something different in this vast world.

জাঁকজমকপূর্ণ ভাবে বিপুল উৎসাহ উদ্দিপনায় দেশের ২য় বৃহত্তর আলোকচিত্র সংগঠন ‘চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি’র ২০২৩-২০২৪ দ্বিবার্ষিক কার্য নির্বাহী পরিষদের নির্বাচন থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম এ সুস্ঠু এবং সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।

১৩ই ফেব্রুয়ারি সোমবার ২০২৩ ইং চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাস্থ কে.সি. দে সড়কের
থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম এ ১৫ সদস্য বিশিষ্ট এ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন_
সভাপতি হিসেবে বাসব শীল , সহ-সভাপতি এম. এ. মোনায়েম বাপ্পী ও হাবিবুর রহমান চৌধুরী মিঠু , সাধারণ সম্পাদক অরুণ চক্রবর্তী , যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্চয়ন চৌধুরী , অর্থ সম্পাদক শেখ আবদুল্লাহ মেরাজ মন্টু , সাংগঠনিক সম্পাদক কে. ইউ. মাসুদ , প্রদর্শনী সম্পাদক শাওন চৌধুরী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মুরশেদ আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), তথ্য ও পাঠাগার সম্পাদক শাহজাহান চৌধুরী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়),
নির্বাহী সদস্য হিসেবে অনুজ কুমার বড়ুয়া (বিদায়ী কমিটির সভাপতি- পদাধিকার বলে ১নং নির্বাহী সদস্য), সুমী মল্লিক , রবীন্দ্র চৌধুরী রবি , মোহাম্মদ আলমগীর ও রাজিব চৌধুরী ।

নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন দেবপ্রসাদ দাস দেবু। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সামছুদ্দোহা সওগাত ও রহমত উল্লাহ স্বপন।
ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা পর বিদায়ী কমিটির সভাপতি অনুজ কুমার বড়ুয়া এ নির্বাচনে যারা প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন এবং যারা প্রতিটি পদে স্বল্প ভোটের ব্যবধানে বিজিত হয়েছেন তাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ঐতিহ্যবাহী সংগঠন সিপিএস কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রেখে সবার সন্মিলিত প্রচেষ্টায় ‘সিপিএস’ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। তিনি আনন্দময় এ নির্বাচনকে ঘিরে ভোট প্রদানের জন্য যে সকল সন্মানিত আজীবন ও সাধারণ সদস্যগন স্বতঃস্পুর্ত অংশগ্রহণ করেছেন তাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article