বুধবার, এপ্রিল ২, ২০২৫

চিকিৎসকদের হাসপাতালের কাছাকাছি রাখতে চায় সরকার

Must read

চিকিৎসকদের হাসপাতালের কাছাকাছি রাখতে চায় সরকার

ঢাকা, ৩০ মার্চ- চিকিৎসকদের হাসপাতাল কাছাকাছি রাখতে চাইছে সরকার। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গণপরিবহন বন্ধ থাকায় চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের হাসপাতালের কাছে বসবাস করা জরুরি হয়ে পড়েছে বলেও মনে করছে স্বাস্থ্য সেবা বিভাগ।

সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে রোববার পাঠানো এক আদেশে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাব মোকাবেলায় ঢাকাসহ সব মহানগর, জেলা ও উপজেলা হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীদের হাসপাতাল সংলগ্ন স্থানে বসবাসের প্রয়োজন দেখা দিতে পারে। গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতাল সংলগ্ন স্থানে বসবাস করা আরও জরুরি হয়ে পড়েছে।

এতে বলা হয়, এমতাবস্থায় সরকারি হাসপাতাল সংলগ্ন কিংবা জেলা/উপজেলা সদরে সরকারি রেস্টহাউজ এবং অন্যান্য আবাসনসুবিধা চিহ্নিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগকে অবহিত রাখার জন্য জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুরোধ করা হলো।

সূত্র : দেশ রূপান্তর

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article