বুধবার, এপ্রিল ২, ২০২৫

চিল্লা বা যেকোনো জামাত বাদ দিয়ে বাড়িতে যাওয়ার নির্দেশ

Must read

[ad_1]

তিন চিল্লা, এক চিল্লার জামাত বা মাস্তুরাতসহ যে কোনো জামাত যারা আল্লাহর রাস্তায় চলতেছে তারা যার যার বাড়ি রওয়ানা হয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ।

সোমবার নিজামউদ্দিন মার্কাজের অনুসারী শুরাগণের পক্ষে তাবলিগ জামাত বাংলাদেশের ফায়সাল ও আহলে শুরা প্রফেসর ইউনুস সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব জেলায় ধর্ম মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তিটি গুরুত্ব দিয়ে নিজেরা ও সবাই বাস্তবায়ন করবেন। তিন চিল্লা, এক চিল্লার জামাত বা মাস্তুরাতসহ যে কোনো জামাত যারা আল্লাহর রাস্তায় চলতেছে তারা যার যার বাড়ি রওয়ানা হযে যাবেন। প্রয়োজনে প্রশাসনের সাহায্য নিবেন। বাড়ি গিয়ে দোয়া, তেলাওয়াত, দাওয়াত ও অন্যান্য ইবাদত ও তওবা এস্তেগফার করে পুরো উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে মাফ চাইবেন। আল্লাহ পাক পুরো বিশ্বে আমান ও রোগমুক্তি দান করেন। আমিন।


[ad_2]

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article